বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

| ১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের জান্তার ওপর চাপ প্রয়োগে জাপানের প্রতি আহ্বান জাতিসংঘের

ডেস্ক অফিস

মিয়ানমারের জান্তার ওপর চাপ প্রয়োগে জাপানের প্রতি আহ্বান জাতিসংঘের

মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দেশটির জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য জাপানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের এক বিশেষজ্ঞ।

জাপানে ১০ দিনের সরকারি সফর শেষে জাতিসংঘের বিশেষ র‍্যাপোটিয়ার টম অ্যান্ড্রুস মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে বলেন, 'মিয়ানমারের সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ব্যর্থ হচ্ছে। আর এই ব্যর্থতার কারণে লাখ লাখ মানুষের প্রাণ হারাচ্ছে।'

তিনি বলেন, 'আমি জাপানে এসেছি কারণ আমি বিশ্বাস করি মিয়ানমারের সংকট নিরসনে জাপান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

তিনি আরও বলেন, 'জাপানের নেতৃত্বে আবারও আন্তর্জাতিক সম্প্রদায় সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হবে।'

সেজন্য জাতিসংঘের এই বিশেষজ্ঞ মিয়ানমারের জান্তা সরকারের হাত থেকে তাদের দেশের নাগরিককে বাঁচাতে জাপানকে আঞ্চলিক এবং বৈশ্বিক মিত্রদের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আর এ