শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

| ১৩ চৈত্র ১৪৩০

নির্ধারিত সময়ের আগেই আইপিএলের টিকিট বিক্রি শুরু

ডেস্ক অফিস

নির্ধারিত সময়ের আগেই আইপিএলের টিকিট বিক্রি শুরু

স্পোর্টসের যে কোনো ইভেন্টের সফলতা নির্ণয় করা হয় দর্শকদের সমর্থন-উন্মাদনার উপর নির্ভর করে। দর্শকদের আগ্রহের প্রথম বিষয়টি আসে টিকিট কেনা থেকেই। সেই উন্মাদনার রেশ জড়িয়ে দিতে বিশ্বের প্রতিটি বড় টুর্নামেন্টের টিকিট বিক্রি হয় টুর্নামেন্টের অনেক আগে থেকেই। বিশ্বকাপ ক্রিকেট বা ফুটবলে তো কয়েকমাস আগে থেকেই টিকিট বুকিং শুরু হয়ে যায়। আবার ইউরোপের লীগগুলোর পুরো সিজনের টিকিট কেনা যায় সিজন শুরু হওয়ার আগে থেকেই। এতে যেমন টুর্নামেন্টটির প্রচারণার দিকটিও ভালভাবে শুরু হয়ে যায়, তেমনি দর্শকরা ম্যাচ দেখার পরিকল্পনা সাজাতে পারে অনেক আগে থেকেই। ফলে টুর্নামেন্টগুলিও সফলতার মুখ দেখে। বর্তমানে ক্রিকেটের ফ্রাঞ্চাইজি লীগগুলোর মধ্যে বিশ্বে জনপ্রিয় একটি লীগ ভারতের আইপিএল। বিশ্বের অন্যতম সেরা এই ফ্রাঞ্চাইজি লীগটি শুরু হতে এখনো বাকি দুই সপ্তাহের বেশি। কিন্তু এরইমধ্যে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে তারা।

৩১ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং আইপিএলের সফল দল চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ আইপিএল। যা আয়োজন হবে আহমেদাবাদের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে। পরেরদিন হবে লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ। এরই মধ্যে অনলাইনে এসব ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। যেখানে সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৫০০রুপী। দর্শক সমর্থকরাও হুমড়ি খেয়ে পড়ছে আইপিএলের প্রিয় দলের টিকিট কিনতে। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া বাংলাদেশের ফ্রাঞ্চাইজি লীগ ক্রিকেট বিপিএলের টিকিট বিক্রি শুরু হয়েছিলো টুর্নামেন্ট শুরুর একদিন আগে থেকে। 

আর এ